ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় সাংবাদিক টিপুর জামিন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:০৫, ২৪ এপ্রিল ২০২৫
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর জামিন

সাংবাদিক রোকনুজ্জামান টিপু

সাতক্ষীরার তালা উপজেলার সাংবাদিক রোকনুজ্জামান টিপু জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিলের পাশাপাশি জামিনের আবেদন করেন টিপুর আইনজীবী খায়রুল বদিউজ্জামান। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়।

এর আগে সাংবাদিক রোকনুজ্জামান টিপুর মুক্তির দাবিতে অবস্থান কর্মসুচি পালিত হয়। সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করা হয়। 

আরো পড়ুন:

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ আবু জাফর, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আজকের পত্রিকার আবুল কাসেম, দৈনিক কালেরকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, ঢাকা প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইসরাফিল হোসেন, দৈনিক মানবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ। 

তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভবন তৈরির কাজে অনিয়ম ও দুর্নীতির খবর পেয়ে গত মঙ্গলবার (২২ এপ্রিল) তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু। তথ্য চাওয়ায় উপজেলা উপসহকারী প্রকৌশলী মামুন হোসেনের সঙ্গে হাতাহাতি হয়। 

এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। 

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা অবিলম্বে টিপুর মুক্তির দাবি জানান। একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, উপ-সহকারী প্রকৌশলী মামুন হোসেনসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। 

অবস্থান কর্মসুচি শেষে সাংবাদিকরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঙ্গে দেখা করেন। এরপর দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন শুনানি শেষে সাংবাদিক টিপুকে জামিন দেওয়া হয়।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়