ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২ মে ২০২৫  
কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এসএম রফিককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এসএম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রফিক কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

পুলিশ জানায়, নাশকতা মামলার আসামি রফিককে বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তার রফিকের স্বজনরা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার নিজ বাড়িতে ফেরেন। এরপর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে যান তিনি। রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে রফিককে কুমারখালী থানায় পাওয়া যায়।

গত ৯ ফেব্রুয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় রফিককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, “সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যার জন্য অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। রফিক আওয়ামী লীগ করায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।” 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “নাশকতা মামলার আসামি রফিককে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়