ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

ফেনীতে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৩ মে ২০২৫  
ফেনীতে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড

ফেনীতে শিয়ালের মাংস বিক্রি করায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৩ মে) ফেনীর রাজাঝি দিঘীর পশ্চিম পাড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ওসমান গনি। তিনি দাগনভুঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ‘‘ওসমান গনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। পরে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।’’

ঢাকা/সাহাব/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়