কক্সবাজারে যুবলীগের মিছিল
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার সকালে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল করে যুবলীগ
কক্সবাজারে যুবলীগের ব্যানারে কয়েকজন যুবক ঝটিকা মিছিল করেছেন।
মঙ্গলবার (৬ মে) ভোর ৬টার দিকে শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত মিছিল করেন তারা। এতে নেতৃত্বে দেন কক্সবাজার যুবলীগের কর্মী মোনাফ সিকদার।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, মিছিলটি কৌশলে বের করা হয়। মিছিলকারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, টহল পুলিশ ফিরে যাওয়ার পর মিছিলটি বের হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/তারেকুর/মাসুদ