ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে যুবলীগের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৭ মে ২০২৫  
কক্সবাজারে যুবলীগের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন

কক্সবাজারে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়ার মোহাম্মদ কায়সারের ছেলে আনোয়ার শাকিল (২৪), ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার মমিনুল হকের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন (২৭) এবং শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর আলমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।

আরো পড়ুন:

মঙ্গলবার (৬ মে) ভোর ৬টার দিকে কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত যুবলীগের ব্যানারে মিছিল হয়। এতে নেতৃত্বে দেন কক্সবাজার যুবলীগের কর্মী মোনাফ সিকদার।

কক্সবাজার মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, পুলিশের নজর এড়িয়ে যুবলীগের ব্যানারে ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত মিছিল করেন কয়েকজন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়