ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার এক সংগঠকের পদত্যাগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৭ মে ২০২৫   আপডেট: ১৬:৩৫, ১৭ মে ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার এক সংগঠকের পদত্যাগ

নাহিদ ইসলামের সঙ্গে মপা ফারহা (বাঁয়ে)

নিজেকে কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দাবি করা ইমপা ফারহা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিজের ইচ্ছায় আন্দোলনের সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আরো পড়ুন: কুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা অবাঞ্চিত 

শনিবার (১৭ মে) ফেসবুক পোস্টে ইমপা ফারহা লেখেন, “আমি এতো দিন কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে যুক্ত ছিলাম। আজ আমি নিজ ইচ্ছায় আমার পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে বৈষম্যবিরোধীর কোনো কিছুতে আমি যুক্ত হব না।”

আরো পড়ুন:

তিনি আরো লেখেন, “পরবর্তীতে আমি আমার মতো করে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারি। এইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার হবে আমি কোন দলের সাথে যুক্ত হব।”

এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইমপা ফারিহা ফোন ধরেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা বা মহানগর কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়