ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু, ছেলেসহ আহত ২
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় সঙ্গে থাকা তার দশ বছরের ছেলে ও অপর এক নারী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
রবিবার (১ জুন) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সূর্য রানী সরকার (৩২)। তিনি ওই গ্রামের যোগেশ সরকারের স্ত্রী।
আহতরা হলেন- সূর্য রানীর ছেলে বাঁধন (১০) ও প্রতিবেশী মায়া রানী সরকার (৪০)। আহতরা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের মাঠে ছেলেকে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান সূর্য রানী। এসময় বজ্রপাতে মা-ছেলেসহ আহত হন তিন জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওয়াল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/চন্দন/রাজীব