ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ডেঙ্গুতে মৃত বেড়ে ১২, আক্রান্ত ১৫০০

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১২ জুন ২০২৫   আপডেট: ০৯:৩৮, ১২ জুন ২০২৫
বরগুনায় ডেঙ্গুতে মৃত বেড়ে ১২, আক্রান্ত ১৫০০

বরগুনা জেনারেল হাসপাতাল (ফাইল ফটো)

বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। গত ৫ দিনে ডেঙ্গুতে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। 

বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে সদরের থানাপাড়া এলাকার গোসাই দাস (৫৮) মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে চান মিয়া নামে ৭৫ বছরের এক বৃদ্ধ মারা যান। চান মিয়া বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকাহ এ তথ্য জানিয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়াল। বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭২ জন। এরমধ্যে ৩১ জন শিশু।

ঢাকা/টিটু/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়