ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উদ্ধারকৃত ১১টি মর্টার শেল ধ্বংস করলো সেনাবাহিনী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১২ জুন ২০২৫  
উদ্ধারকৃত ১১টি মর্টার শেল ধ্বংস করলো সেনাবাহিনী

যমুনা নদীর পাড়ে মর্টার শেল গুলোর বিস্ফোরণ ঘটায় সেনাবাহিনী। ইনসেট গতকাল বুধবার উদ্ধার করা কয়েকটি মর্টার শেল

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে গতকাল বুধবার উদ্ধার করা ১১টি মর্টার শেল ধ্বংস করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুুপুর ১টা পর্যন্ত উপজেলার নলিন এলাকার যমুনা নদীতে শেলগুলোতে বিস্ফোরণ ঘটান তারা। 

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, “গতকাল বুধবার উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১টি মর্টার শেল উদ্ধার করে সেনা ক্যাম্পে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নলিন এলাকার যমুনা নদীতে ওই বোমাগুলোতে বিস্ফোরণ ঘটনানো হয়েছে।

আরো পড়ুন:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, “১১টি মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।”

গতকাল বুধবার ১১ জুন সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীতে পাড়ে মাছ ধরতে গিয়ে মর্টার শেলগুলো দেখতে পান। তিনি আশপাশের লোকজনকে জানালে মর্টার শেলগুলো দেখতে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।  পরে পুলিশ গিয়ে মর্টার শেলগুলো উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালে পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। উদ্ধারকৃত মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা তাদের। 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়