ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে যানজট কমছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৮:৪২, ১৪ জুন ২০২৫
যমুনা সেতুর পশ্চিম প্রান্তে যানজট কমছে

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির শেষ দিন আজ। শেষ মুহূর্তে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফেরার জন্য রাজধানীমুখী হচ্ছেন। ঈদের পর থেকে রাজধানীতে ফেরার ঢল শুরু হলেও আজ যাত্রীচাপ সবচেয়ে বেশি।

এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছিল। তবে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

আরো পড়ুন:

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘‘সকালে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। বর্তমানে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। তবে, পূর্ব পাড়ে কোনো যানজট নেই।’’

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘‘সেতুর পশ্চিম প্রান্ত থেকে নলকা মোড় পর্যন্ত সকাল থেকেই যানজট থাকলেও বিকেল ৫টার পর যানজট কমতে শুরু করেছে। বর্তমানে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত যানজট রয়েছে।’’

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘‘যানজট এখন অনেকটাই কমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়