ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনী প্রচারণা শুরু করলেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৬ জুন ২০২৫   আপডেট: ২২:৫৬, ১৬ জুন ২০২৫
নির্বাচনী প্রচারণা শুরু করলেন মুফতি আমির হামজা

সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন মুফতি আমির হামজা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা।

সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।

আরো পড়ুন:

বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকরা। 

শোভাযাত্রাটি ইবি থানার সাতটি ইউনিয়ন প্রদক্ষিণ করে। ইউনিয়নগুলো হলো- ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, উজানগ্রাম, পাটিকাবাড়ি এবং আব্দালপুর। শোভাযাত্রাজুড়ে মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান প্রচার করা হয় এবং জনগণের কাছে জামায়াতের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

নির্বাচনী প্রচারণায় আমির হামজার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও ইবি থানা শাখার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রার আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, জনগণ ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রতীক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বেছে নেবে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়