ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বগুড়া প্রতি‌নিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১৯ জুন ২০২৫  
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বগুড়ার আদমদীঘি‌ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১), বগুড়ার সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান এবং বগুড়ার সোনাতলার সোয়াইব (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতদিক থেকে আসা নওগাঁগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়