নড়াইলে ভারী বৃষ্টিতে আঞ্চলিক সড়কে ধস
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়ক শুক্রবার দুপুরে মাঝখান থেকে ধসে গেছে
নড়াইলের লোহাগড়া উপজেলার জালালসী এলাকায় লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়ক মাঝখান থেকে ধসে গেছে। ভারী বৃষ্টির কারণে শুক্রবার (২০ জুন) দুপুরে সড়কটি ধসে পড়ে। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
জালালসী গ্রামের শাহীন বলেন, “কিছুদিন ধরেই জালালসী এলাকায় লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়কের কিছু অংশের মাটি ধসে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। ভারী বৃষ্টির কারণে আজ দুপুরে সড়কটি মাঝখান থেকে ধসে পড়ে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে দাবি, তারা যেন দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন।”
একই গ্রামের গৃহবধূ সালমা বেগম বলেন, “রোগী নিয়ে বের হতে পারছি না। সড়ক ধসে যাওয়ায় রিকশা-মোটরসাইকেল চলতে পারছে না।”
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। আমরা অস্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক করতে রাতের মধ্যে সংস্কারের কাজ শেষ করব। পরবর্তীতে টেকসই সংস্কারের পরিকল্পনা হাতে নেওয়া হবে।”
ঢাকা/শরিফুল/মাসুদ