মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) মধ্যরাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীর কান্দি গ্রামের রেলব্রিজের কাছে তিনি দুর্ঘটনার শিকার হন।
শনিবার (২১ জুন) দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে ফেলু হাজীর কান্দি গ্রামের রেলব্রিজের কাছের রাস্তায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও গুরুতর আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ আজ দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, “আমরা নিহতের পরিচয় শনাক্তের কাজ করছি।”
ঢাকা/বেলাল/মাসুদ