ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

ক্রেতা সেজে র‌্যাবের অভিযান, ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৩ জুন ২০২৫   আপডেট: ০০:০৪, ২৪ জুন ২০২৫
ক্রেতা সেজে র‌্যাবের অভিযান, ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার

উদ্ধার করা কচ্ছপগুলো উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছে বনবিভাগ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার সাতবাড়িয়া বাজারে ক্রেতা সেজে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে তারা।

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

সুদীপ্ত সরকার জানান, উপজেলার সাতবাড়িয়া বাজারে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বিক্রি হচ্ছে বলে খবর আসে। র‌্যাবের একটি দল ক্রেতা সেজে বাজারে অভিযান চালায়। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট বিলুপ্ত প্রজাতির কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়।  সাধারণত এই কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়।

আরো পড়ুন:

দেশের বিভিন্ন জায়গা থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। উদ্ধার করা কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা কচ্ছপগুলো উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়