ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

ডোমারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৩ জুন ২০২৫  
ডোমারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

ফাইল ফটো

নীলফামারীর ডোমার উপজেলায় বজ্রপাতে মো. হাসান (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার বামুনিয়া ইউনিয়নের দোলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। বামুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া হাসান বামুনিয়া মিস্ত্রিপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

আহতরা হলো- নিহত হাসানের ছোট ভাই মো. হোসাইন (৭), বারোবিশা এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২) এবং বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে বৃষ্টির মধ্যে হাসান ও তার ছোট ভাই হাঁস আনতে বাড়ির পাশে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। হোসাইনসহ আহত হন তিনজন। স্থানীয়রারা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, “হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হোসাইনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়েছে। আহত অন্য দুজনের চিকিৎসা চলছে।”

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়