ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বাকপ্রতিবন্ধী পথশিশুকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৪ জুন ২০২৫  
রাজশাহীতে বাকপ্রতিবন্ধী পথশিশুকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ৯ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। স্বজনরা অভিযোগ করেছেন, কে বা কারা শিশুটিকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেছে।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ওসিসির সামনে অপেক্ষমান ওই শিশুর চাচা জানিয়েছেন, পাঁচ বছর আগে দাম্পত্য কলহের জের ধরে শিশুটির মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর বাবা আরেকটি বিয়ে করে তাহেরপুর ছেড়ে পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার সরগাছি উত্তরপাড়ায় বসবাস শুরু করেন। শিশুটি তাহেরপুরে থেকে যায়। 

তিনি জানান, শিশুটিকে তারা বাড়িতে রাখার চেষ্টা করতেন। কিন্তু, সে কোনোভাবেই বাড়িতে থাকত না। তাহেরপুর বাজারে ঘুরে বেড়াত। কোনো সময় অন্য মানুষের বাড়ির বারান্দায় বা সিএনজি স্ট্যান্ডে ঘুমিয়ে পড়ত। সোমবার দুপুরের পর শিশুটি তার বাড়ি থেকে বের হয়। এরপর রাত ১০টা হয়ে গেলেও সে ফিরে আসেনি। ফিরে না আসায় তিনি খোঁজ শুরু করেন। একপর্যায়ে তাহেরপুর বাজারের লোকজন শিশুটিকে কলেজ গেটের পাশে বাগানে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় সে অচেতন ছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। তার মুখ দিয়ে নেশাদ্রব্যের দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর তাকে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেছেন, শিশুটিকে সোমবার গভীর রাতেই বাগমারা স্বাস্থ্যকেন্দ্র থেকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে ভালো আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলেছি। রক্তমাখা পোশাকসহ আলামত সংগ্রহ করেছি।  

তিনি বলেন, বাকপ্রতিবন্ধী পথশিশুটি তাহেরপুর বাজারে ঘুরে বেড়াত। এ সুযোগে কোনো বখাটে তাকে ধর্ষণ করেছে। তাকে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করার পর ধর্ষণ করা হয়েছে। এখনও শিশুটির পরিবার অভিযোগ দেয়নি। তবে, পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে কে বা কারা যুক্ত, খুঁজে বের করে অচিরেই আইনের আওতায় আনা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়