ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুয়া ডাক্তারের এক মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১ জুলাই ২০২৫  
ভুয়া ডাক্তারের এক মাসের কারাদণ্ড

ভুয়া ডাক্তার আব্দুর রহমানকে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করে পুলিশ

হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়ে নিজের নামের আগে ডাক্তার উপাধি ও রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের রাজনগর এলাকার হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস অভিযুক্তকে সাজা দেন।

আরো পড়ুন:

হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, শহরের হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে আজ অভিযান চালানো হয়। এসময় ডায়াগনস্টিক সেন্টারে আব্দুর রহমান নামে একজন ফিজিওথেরাপিস্টেকে পাওয় যায়। যিনি দীর্ঘদিন ধরে নিজেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন। তিনি নিজেকে প্রফেসর ডা. আব্দুর রহমান পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন।

তিনি আরো জানান, ভুয়া ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়