কুড়িগ্রামে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধের
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুড়িগ্রামের উলিপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তারা হলেন- অটোচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪) ও শাহানা বেগম (৩৫)। আহতরা সবাই সাতভিটা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতভিটা গ্রাম থেকে আটজন যাত্রী অটোরিকশাযোগে পাতিলাপুর গ্রামে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। যাদুপোদ্দার এলাকায় পৌঁছালে একটি বালু ভর্তি ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব