ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

আশুরা উপলক্ষে রাজশাহীতে তাজিয়া মিছিল

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৬ জুলাই ২০২৫  
আশুরা উপলক্ষে রাজশাহীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে খালি পায়ে ও মাথায় কালো পতাকা বেঁধে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তুলে রাজশাহীতে বের হয় তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে নগরের রেলগেট এলাকা থেকে বের করা হয় এই মিছিল। 

এছাড়া, সকাল সাড়ে ১০টায় নগরের উপশহরে অবস্থিত শিয়া মসজিদ থেকে আরো একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি বের করে আঞ্জুমানে আব্বাসীয়া। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মানুষ অংশ নেন।

সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করে বিশ্ববাংলা ফাউন্ডেশন, রাজশাহী। সমাবেশে বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

আরো পড়ুন:

১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। আশুরা শব্দের অর্থ দশম। মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়