ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে চুরির অভিযোগে নারী ইউপি সদস্যসহ আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৪৯, ৬ জুলাই ২০২৫
ঝিনাইদহে চুরির অভিযোগে নারী ইউপি সদস্যসহ আটক ৪

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা সুমন মিয়া (২৬), শাকিল খান (২৬), নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য মোছা. সালমা খাতুন (৪৫) ও বগুড়ার নুনগুলা ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমান (২৩)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ের নিজের মুদি দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুস সামাদ। পথে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেল লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে তাকে এলোপাথাড়ি মারধর করে সঙ্গে থাকা মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরর পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়