ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫৯, ৮ জুলাই ২০২৫
পটুয়াখালীতে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

অতিভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে

গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। 

সোমবার (৭ জুলাই) সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় বছরের সর্বোচ্চ ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির নিচে ডুবে আছে সবুজবাগ, তিতাস মোড় ও নতুন বাজারসহ বিভিন্ন মহল্লার সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। কর্দমাক্ত হয়ে পড়েছে গ্রামীর কাঁচা সড়কগুলো। 

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিন-দক্ষিনপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ অথবা ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা মোসলেম মিয়া বলেন, “টানা বৃষ্টির পানিতে আমাদের এলাকার সড়কটি একেবারে ডুবে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এমন আজে অবস্থা হয়েছে। আমাদের চলাফেরায় ব্যাপক সমস্যা হচ্ছে।” 

সদর উপজেলার বড় বিঘাই এলাকার রহিম সিকদার বলেন, ‘আমার একটি মাছের ঘের ও একটি পুকুর পানিতে তলিয়ে গেছে। এ কারণে অনেক মাছ ভেসে গেছে। কয়েকদিন আগে মাছের পোনা ছেড়েছিলাম। বড় লোকসান হয়ে গেলো। এছাড়া বৃষ্টির পানিতে এ এলাকার অনেকের পুকুর ঘের তলিয়ে গেছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়