ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলুর হিমাগার ভাড়া কমানোর দাবিতে সড়ক অবরোধ 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ৮ জুলাই ২০২৫  
আলুর হিমাগার ভাড়া কমানোর দাবিতে সড়ক অবরোধ 

কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। 

মঙ্গলবার ( ৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় দেড় ঘণ্টা কুড়িগ্রাম-রংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে চলা গাড়ির চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়ে।

আরো পড়ুন:

অবরোধকারীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করেছে মালিকেরা। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।  

তারা আরো জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এ বছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সব মিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

সদরের কাঁঠালবাড়ী এলাকার আলু চাষি হাসু জানান, গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকারও উপরে। এমনিতে আলুর দাম কম, তারপরও যদি হিমাগার ভাড়া এত বেশি হয়, কীভাবে কৃষক বাঁচবে?

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন জানান, বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের আগামীকাল বুধবার (৯ জুলাই) ডাকা হয়েছে, তারা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। 

ঢাকা/বাদশাহ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়