পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই: ফয়জুল করিম
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরে মঙ্গলবার গণসমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই। দেশের মানুষ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চায়। যে দল যত ভোট পাবে, সংসদে তাদের তত আসন থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। এটি সব ধর্ম-বর্ণের মানুষের যৌক্তিক দাবি।”
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
ফয়জুল করিম বলেন, “জুলাই-আগস্টের বিপ্লবে আমরা সামনে ছিলাম। ট্যাংকের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ বেশি। যারা বিদেশে ছিলেন, তাদের দেশ নিয়ে দরদ নেই। যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না। যারা বুলেটের সামনে ছিলেন না, তাদের ব্যথা লাগবে না। আমরা বুলেটের সামনে ছিলাম, তাই ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব ও অধিকার আমাদের। যারা এসির মধ্যে ছিলেন তারা বড় কথা বলবেন না। এদেশে যারা রাস্তায় ছিলেন তারা কথা বলবে। যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এই নেতা বলেন, “আমরা যদি রাস্তায় না থাকতাম, তাহলে জেলখানা থেকে বের হতে পারতেন না। আপনাদের ক্ষমতা সম্পর্কে জানা আছে। আপনার নেত্রীর বালুর ট্রাক পর্যন্ত সরানোর ক্ষমতা রাখেন না। আপনার নেত্রীর বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। ছাত্র-জনতা, শ্রমিক, কামার ও কুলিরা রাস্তায় থাকার কারণে আজ বড় কথা শিখেছেন। আপনারা লুট করছেন, চাঁদাবাজি করছেন।”
নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মোহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিনসহ অন্য নেতারা।
ঢাকা/আরিফুল/মাসুদ