ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে বিএনপির দুই নেতা বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৯ জুলাই ২০২৫  
নরসিংদীতে বিএনপির দুই নেতা বহিষ্কার

নরসিংদীতে বহিষ্কৃত বিএনপির দুই নেতা

নরসিংদীতে দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কার করা হয়েছে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে। 

জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মনিরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন এবং কেন্দ্রের নির্দেশে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকেও একই কারণে বহিষ্কার করা হয়েছে। ৮ জুলাই রাত ৮টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাইয়ুমকেও প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অপসারণ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ঢাকা/হৃদয়/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়