ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৯ জুলাই ২০২৫  
রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

ফাইল ফটো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘স্থানীয়রা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “ওই যুবক কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়