ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেপটিক ট্যাংকে নেমে ৪ চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১০ জুলাই ২০২৫   আপডেট: ১২:২৩, ১০ জুলাই ২০২৫
সেপটিক ট্যাংকে নেমে ৪ চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার জেনারেল হাসপাতাল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা সেপটি ট্যাংকের বিষক্রিয়ায় তাদের  মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার (ওসি) আমিনুল ইসলাম। 

তিনি বলেন, “বুধবার রাত ২টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটি ট্যাংকে নেমে চার জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এছাড়া অসুস্থ অবস্থায় একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সেপটিক ট্যাংকে নেমে মৃত চারজন হলেন- রানা নায়েক (১৭) শ্রাবণ নায়েশ (১৯) কৃষ্ণ রবিদাশ (২০) ও নিপেন ফুল মালি (২৭) এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।

এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে বুধবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা  তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, “যে চার জনকে রাতে আমাদের কাছে নিয়ে আসা হলেছিল, তারা সবাই মৃত ছিল। আমরা রবি বুনার্জী নামের একজনকে  প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যমতে জেনেছি, ওরা সেপটিক ট্যাংকে নেমেছিল। বিষয়টি ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
 

ঢাকা/আজিজ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়