ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাদের নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১০ জুলাই ২০২৫   আপডেট: ১৯:০৪, ১০ জুলাই ২০২৫
আমাদের নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

‘বাংলাদেশপন্থি’ রাজনীতির জন্য দেশে নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থি একটি রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে, গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাগুরা শহরের ভায়না মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘দেশের মৌলিক সংস্থার, জুলাই সনদ নিয়ে এখনো লড়াই চলছে। কিন্তু, একটি মহল নানা তালবাহানা করছে। এ বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে।’’

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণে লড়াই শুরু হয়েছে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, “এই বাংলাদেশ নতুন করে করতে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করতে বাংলাদেশের মৌলিক সংস্কার প্রয়োজন।”

তিনি বলেন, “এলাকার চাঁদাবাজি-সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে সরব হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন, গণতন্ত্র, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই লড়াই। এ লড়াই শেষ হয়নি, সেই বার্তাটি আমরা দিতে এসেছি।”

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়