ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙ্গুনিয়ায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১১ জুলাই ২০২৫   আপডেট: ১২:৩৩, ১১ জুলাই ২০২৫
রাঙ্গুনিয়ায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

মো. রাসেল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে মো. রাসেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পদুয়া ইউনিয়নের মোবারক আলীর টিলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে একদল দুর্বৃত্ত মোবারক আলীর টিলা এলাকায় নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শটগান দিয়ে গুলি করে রাসেলকে হত্যা করে। পরে তার লাশ পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে। 

কারা কী কারনে রাসেলকে হত্যা করেছে, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানিয়েছেন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়