ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১২ জুলাই ২০২৫   আপডেট: ১৬:২১, ১২ জুলাই ২০২৫
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

মা-বাবার সঙ্গে ফারিয়া রহমান নীহা ও কাশ্মীরা রহমান নীলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ফারিয়া রহমান নীহার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।

আরো পড়ুন:

এর আগে, গতকাল বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় একটি ডিঙি নৌকায় করে মা-বাবার সঙ্গে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয় দুই বোন। এ সময় একটি বড় ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় নীহার বড় বোন কাশ্মীরা রহমান নীলাকে (১৭) অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হয় তাদের মা-বাবা। আর নিখোঁজ হয় নীহা।

নিহত নীলা ও নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন নৌকাডুবিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’’

আরো পড়ুন: ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড় বোন নিহত, নিখোঁজ ছোট বোন

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়