কুষ্টিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর-লুটপাট, মাইক্রোবাসে আগুন
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলা করে মোটরসাইকেল ভাঙচুর এবং মাইক্রোবাসে আগুন দেয়া হয়
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা করে একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয়া, তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। ব্যবসায়ী সানজিদ অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকার করায় একই এলাকার আকবর আলীর ছেলে আব্দুল জব্বার ও তার লোকজন হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছেন। যদিও আব্দুল জব্বার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে আব্দুল জব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে টাকা দাবি করেন। সানজিদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর হামলা করে জব্বার ও তার লোকজন। এর কিছুক্ষণ পর জব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়িতে হামলা করে। সেখান আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি মাইক্রোবাস পুড়ে যায়। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনা সদস্যরা টহলরত রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী সানজিদ বলেন, ‘‘আমি ব্যবসা ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা আব্দুল জব্বার আমার নামে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার কিছু পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জব্বার মারধর করেন। পরে আমার ব্যবসায়িক পার্টনার ও আমার চাচাত ভাই এগিয়ে আসলে তাকেও মারধর করেন ও আমাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। আমরা সেখান থেকে আত্মরক্ষার্থে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে আসলে জব্বার তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে নগদ টাকা, গহনাসহ মূল্যবান সম্পদ লুট করে এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনে আমার ৪২ লাখ টাকা দামের এক্স নোহা মাইক্রোবাস পুড়ে যায়।’’
এমন ঘটনায় তিনি ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন বলে বলে জানান সানজিদ।
এ ব্যাপারে আব্দুল জব্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমার এক কাছের লোকের কাছে থেকে সানজিদ চাকরি দেয়ার নাম করে টাকা নিয়েছিলেন। সানজিদ চাকরির ব্যবস্থা করে দেয়া বা টাকা ফেরত দিচ্ছেলেন না। এই কারণে তার কাছে টাকা দারি করা হচ্ছিল।’’ তবে আব্দুল জব্বার চাকরি প্রার্থীর নাম ও টাকার পরিমাণ বলতে পারেননি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি বাড়িতে আগুন দেয়া হয়েছে। একটি মাইক্রোবাস পুড়ে গেছে ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে।
ঢাকা/কাঞ্চন/বকুল