ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১০:১৬, ১৩ জুলাই ২০২৫
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি: প্রতীকী

নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক রায়হান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই।

নিহত সাকিব শেখ উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক রায়হান বরিশালের আরিফুল ইসলামের ছেলে। সে তার মায়ের সাথে মামা বাড়িতে বসবাস করত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে একসাথে সাকিব ও তার ফুপাতো ভাই মানিক খেলছিল। সেসময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অজান্তে একসময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তারা। 

সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এরপরে খোঁজ করে পুকুর থেকে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়। 

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান রবিবার (১৩ জুলাই) সকালে বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে সাকিব ও মানিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/শরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়