ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পৌরসভার ফটকে ময়লা ফেলে কর্মবিরতি পরিচ্ছন্নতা কর্মীদের

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ জুলাই ২০২৫  
পৌরসভার ফটকে ময়লা ফেলে কর্মবিরতি পরিচ্ছন্নতা কর্মীদের

বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা।

রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন বন্ধ করে চলে যান।

আরো পড়ুন:

আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। কর্মীরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় দিনে ২৭৫ টাকা। অথচ যেকোনো দিনমজুরকে হাজিরা হিসেবে কমপক্ষে ৫০০ টাকা দিতে হয়। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এর আগে, এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। দাবি না নামা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘‘বিষয়টি আসলে ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। জুলাই মাস থেকে তাদের বেতন বাড়ানোর কথা ছিল। এই নিয়ে কাজ চলছে। তাদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত তাদের দাবি পূরণ করা হবে।’’

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান বলেন, ‘‘সরকারি নিয়ম অনুযায়ী তাদের ভাতা প্রদান করা হচ্ছে। এরপরও তারা কোনো আলাপ-আলোচনা ছাড়াই এই কর্মসূচি পালন করেছেন। তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়