ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১৩ জুলাই ২০২৫  
মাগুরায় ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় দুর্ঘটনা ঘটে

মাগুরায় সদর উপজেলায় যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দিলে নারীসহ দুইজন নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

নিহত ভ্যান চালক সাগর (৩০) সদর উপজেলা গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে। আর রেশমা খাতুন (৩৫) সদর উপজেলা রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। 

আরো পড়ুন:

আহতদের মধ্যে তানিয়া (২০), সোহাগ (২৭),  সামসুল (৩৪), সামিহা (৩০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বিকালে মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাস সেটিতে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে ভ্যানচালক সাগর হোসেন মারা যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে।

সড়কে গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন জানান, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদে হাসপাতালে পাঠায়। লাশ দুটি ময়না তদন্তের জন্যের মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা/শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়