ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা 

পটুয়াখালী (উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১২:৫১, ১৪ জুলাই ২০২৫
পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা 

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পটুয়াখালী শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উদযাপনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় এখন পটুয়াখালীতে চলছে এনসিপির জুলাই পদযাত্রা। 

সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ পদযাত্রা শুরু করা হয়। শহরের বেশকিছু সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট হয়ে একই স্থানে গিয়ে শেষ হবে এটি। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণে সমাবেশ করা হবে। 

পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অসংখ্য নেতাকর্মী। 

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পটুয়াখালী শহর ব্যানার-পোস্টারে সাজানো হয়েছে। নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। 

গতকাল রাতেই পটুয়াখালীতে এসে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। সমাবেশ শেষ করে বরগুনার উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে তাদের।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়