ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে এনসিপির প্রধান সমন্বয়ক হাছন রাজার প্রপৌত্র সাজাউর 

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৪ জুলাই ২০২৫  
সুনামগঞ্জে এনসিপির প্রধান সমন্বয়ক হাছন রাজার প্রপৌত্র সাজাউর 

দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি মরমী কবি এবং বাউল শিল্পী হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

শনিবার (১২ জুলাই) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন— মো.হারুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি ও শহিদুল ইসলাম।

কমিটির অন্যরা হলেন—দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মো. নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমেদ, মো. আব্দুর রহমান দোলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন এবং মো. আলী রাজ আহমেদ। 

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এনসিপির আত্মপ্রকাশ হয়েছে। ফ্যাসিবাদের বিলুপ্তি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এ কমিটি কাজ করবে। আগামী ত্রয়োদশ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে এনসিপির প্রার্থী থাকবে।

ঢাকা/মনোয়ার/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়