ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৫ জুলাই ২০২৫  
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঝালকাঠি বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। 

সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকবর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।

বক্তারা বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার পতন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। আমরা এ ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব রাজপথে থেকে।”

ঢাকা/অলোক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়