ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অধ্যাপক মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়। এ সময় বক্তরা মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বড় দল হিসাবে বিএনপির দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলালসহ দলটির নেতাকর্মীরা।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ