ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে অপহৃত ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ জুলাই ২০২৫  
রাঙামাটিতে অপহৃত ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

রাঙামাটির কাউখালী থেকে আটদিন আগে অপহৃত পোল্ট্রি ব্যবসায়ী মো. মামুনের (৩৫) দ্বিখণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক কর্মচারী কামরুল ইসলাম ও তার স্ত্রী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কাউখালী উপজেলার মাঝের পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। 

আরো পড়ুন:

নিহত মামুন কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম এলাকার আলী আহম্মেদের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মামুন। পরে তার স্ত্রীর ফোনে মামুনের নম্বর থেকে ফোন করে জানানো হয় অপহরণ করা হয়েছে তাকে।

মামুনের স্ত্রী জানান, ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন করেন কামরুল। এ ঘটনায় তিনি কাউকালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মামুনকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জের এক বন্ধুর বাড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। কামরুলের স্বীকারোক্তি মোতাবেক আজ সকালে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ হেফাজতে গ্রেপ্তার কামরুল জানায়, মামুনকে রানীরহাট এলাকার ভাড়া বাসায় চায়ের সঙ্গে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করেন তিনি ও তার স্ত্রী। পরে তারা মামুনকে হত্যা করেন। লাশ দ্বিখণ্ডিত করে বস্তায় করে কাউখালী উপজেলার মাঝের পাড়া এলাকায় নিয়ে মাটিতে পুঁতে রেখে পালিয়ে যান।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, কাউখালী থানায় হত্যা মামলা হয়েছে। ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া
হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হবে।”

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই-কাউখালী সার্কেল) জাহেদুল ইসলাম জানান, নিহত মামুনের সাবেক কর্মচারী কামরুল। সাম্প্রতি তারা দুইজনে মিলে শেয়ার ব্যবসা করছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়