কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের দেইড়াপাড়া এলাকায় মারা যান তিনি।
মারা যাওয়া কৃষকের নাম সাইদুল ইসলাম (৫৪)। তিনি চরহাজীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার ওসি মো. মারুফ হোসেন জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে সাইদুল ইসলাম বাড়ির পাশের ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে যান। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রুমন/মাসুদ