ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই গণহত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১৫ জুলাই ২০২৫  
জুলাই গণহত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে মিছিল

লক্ষ্মীপুর শহরে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই গণহত্যার বিচার ও ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের উত্তর তেমুহনী আফনার চত্বর থেকে মিছিল শুরু হয়। সেটি দক্ষিণ তেমুহনী মাশরুর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মো. আরমান হোসেন, সদস্য সচিব শায়েদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান ও বেলাল হোসেন হৃদয়।

বক্তারা বলেন, জুলাই মাসে সংগঠিত গণহত্যার বিচার এবং একটি স্পষ্ট ঘোষণাপত্র দিতে হবে। এই মাসের মধ্যেই দাবি বাস্তবায়ন না হলে সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

তারা বলেন, সব বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে। গণআন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়