মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর শহরের পানিছত্র এলাকা থেকে মঙ্গলবার বিকেলে মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরের পানিছত্র এলাকা থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, প্রায়ই দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা করা হচ্ছে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষুব্ধ দেশের মানুষ। এমন ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বক্তরা দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান। অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন জুয়েল, সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগাঠনিক সম্পাদক মিজান শিকদার। জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে সংগঠনটির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/বেলাল/মাসুদ