ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আটক ১৮

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ১৫ জুলাই ২০২৫  
শেরপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আটক ১৮

শেরপুরের নালিতাবাড়ী কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। এসময় দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ চার ছাত্রসহ ১৮ জনকে আটক করেছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে একাদশ প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার হলে সিটে বসা নিয়ে দুই শিক্ষার্থীর কথা কাটাকাটি ও হাতাহাতিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আজ দুপুর ১টার সময় হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা ছিল।  হলে বসা নিয়ে নন্নী এলাকার আকাশ ও নালিতাবাড়ী উপজেলা সদরের ফরহাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর নালিতাবাড়ী পৌঁছলে সেখান থেকে ফরহাদের ২০-২৫ জন বন্ধু কলেজে এসে শাকিল আহমেদের ওপর হামলা করে এবং ক্ষুর দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। 

এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ও ছাত্ররা নালিতাবাড়ী থেকে আসা বহিরাগতদের ওপর হামলা চালায়। তাদের দুইটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা। পরে তাদের কলেজের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। আহত শাকিল আহমেদকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ জানান, স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন অপর পরীক্ষার্থী লাথি মারে। এক পরীক্ষার্থী প্রতিবাদ করলে তাকেও মরধর করা হয়। একপর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে জখম করা হয় শিক্ষার্থী শাকিলকে।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রুপচান আহমেদ মুরাদ বলেন, “আহত শিক্ষার্থীকে নিয়ে আমি শেরপুর সদর হাসপাতালে আছি। বর্তমানে তার চিকিৎসা চলছে।”

শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়