নারায়ণগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগ দুই ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীনু বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ জুলাই) দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে, গত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ (সাইলো গেট) এলাকার বাসিন্দা ও নিহতের সৎ ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার পারিবারিক বিরোধের জেরে বীনু বেগমকে মারধর করেন তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ও দুই ছেলে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে ইব্রাহিম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’’
ঢাকা/অনিক/রাজীব