ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২০:০৮, ১৬ জুলাই ২০২৫
ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

ঢাকা-আরিচা সড়ক অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা

গোপালগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা সড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা। তবে পরে তারা অবরোধ ছেড়ে সড়কের পাশে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়ক দুটির সংযোগস্থল নবীনগর ত্রি-মোড়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে অবরোধ করেন তারা। এনসিপির ঢাকা জেলা উত্তর ইউনিটের পক্ষ থেকে এ অবরোধ করা হয়। ধামরাই উপজেলার ধামরাই থানা স্ট্যান্ডেও সড়ক অবরোধ করে রাখেন। 

আরো পড়ুন:

নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ড এলাকায়ও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে জিরানী এলাকার এ অবরোধ শুরু হয়। 

এছাড়া বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) শিক্ষার্থীরা। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

এ সময় ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাইয়ের সমাবেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামীলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

তবে বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নির্দেশনার পর সড়ক অবরোধ থেকে সরে এসেছেন। তবে অবরোধকারীরা সড়কের পাশে অবস্থান নিয়ে আছেন। এতে যান চলাচল শুরু হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেন, ‘‘আমরা কেন্দ্রের নির্দেশনায় সব জায়গায় সড়ক অবরোধ থেকে সরে এসেছি। এখন সড়কের পাশে অবস্থান কর্মসূচি চলছে। পরবর্তী কর্মসূচির জন্য কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছি।’’

ঢাকা/সাব্বির/আহসান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়