ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চায় জামায়াত’

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৬ জুলাই ২০২৫  
‘দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চায় জামায়াত’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘‘জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ উপহার দেবে।’’

তিনি বলেন, ‘‘গত ৫৪ বছর যারা দেশ শাসন করেছেন, তারা জাতির ভাগ্যের উন্নয়নে ব্যর্থ হয়েছেন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে, জামায়াতে ইসলামী সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। আমরা জাতিকে একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।’’

আরো পড়ুন:

বুধবার (১৬ জুলাই) বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। কিন্তু, সরকার এখনো সবার জন্য সমতল ফিল্ড তৈরি করতে পারেনি। অনেক জেলার ডিসি, এসপিগণ একটি দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। অবিলম্বে এসব কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। সারাদেশের প্রশাসন ঢেলে সাজাতে হবে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়