চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৫৪, ১৮ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৪, ১৮ জুলাই ২০২৫
ফাইল ফটো
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ অশাবধানতাবসত তিন শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব