রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সূর্য নগরের বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার ইসহাক আলীর ছেলে। সে শিরোইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক জানান, দুপুরে অন্য তিন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে সূর্য। সে সাঁতার জানত না। পানিতে তলিয়ে গেলে তারা খবর পান। পরে ডুবুরি দল তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।
ঢাকা/কেয়া/বকুল