ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় তারেককে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৯ জুলাই ২০২৫  
মাগুরায় তারেককে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি অবমাননা ও তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মাগুরা জেলা কমিটি। 

 আজ শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জেলা জাসাসের নেতারা। এতে জেলা বিএনপি নেতারা অংশ নেন। 

আরো পড়ুন:

বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান তাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে এ দেশের জনগণের মনে আস্থা করে নিয়েছেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে দেশে সরকার গঠন করবে।

অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে বক্তারা বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা উনাদের প্রতি আস্থাশীল এবং আশা করি নির্বাচন হবে। এই দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।’’ 
 

মাগুরা/বকুল/শাহীন 

সর্বশেষ

পাঠকপ্রিয়