গোপালগঞ্জে প্রশাসনের গাফিলতি ছিল: মাহবুব আলম
লক্ষ্মীপুর নেতা || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছে। প্রশাসনের গাফিলতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্বে অবহেলা ছিল স্পষ্ট। তবে, স্থানীয় নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সফলভাবে সমাবেশ করেছি।”
শনিবার (১৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহবুব আলম বলেন, “আগামী ২২ জুলাই বিকেলে লক্ষ্মীপুরে ‘জনতার পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে এনসিপি। উত্তর তেমুহনী আফনান চত্বর এলাকায় সমাবেশ শেষে পদযাত্রা শুরু হবে দক্ষিণ তেমুহনী থেকে। চাঁদপুর যাওয়ার পথে রামগঞ্জে সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।”
তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের অধিকার, ভোটাধিকার ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হানসহ অনেকে।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ